দর্শনা অংকুর স্কুলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি টগর
দর্শনা অফিস: ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষা জীবনের প্রথম ধাপ। কথা বলতে শেখার পর থেকে ছেলে-মেয়েদের শিক্ষা জীবন শুরু করা হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। শিশুকালে বিদ্যালয়ের সহপাঠীদের সাথে যে বন্ধুত্ব গড়ে ওঠে, তা হৃদয়ে গেথে থাকে জনম জনম। হৃদয়ের মনিকোটায় যে স্মৃতি জমে থাকে তা ভোলার নয় কখনও। শিক্ষার মানোন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার মানকে অনেক এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতার মধ্য দিয়েই লুকায়িত প্রতিভার বিকাশ ঘটে। গড়ে ওঠে সৃজনশীল, সাহসী ও প্রগতিশীল মানুষ হয়ে।’ গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি টগর উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী সিনিয়র পুলিশ সুপার আবু রাসেল, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, হাজি খালেকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাজি হাফিজুর রহমান। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন এমপি টগরসহ অতিথিবৃন্দ।