চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল ওহাব আর নেই : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল ওহাব (৮১) আর নেই (ইন্নালিল্লাহে….রাজেউন)। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে শহরের শেখপাড়ার নিজবাড়িতে মারা যান তিনি। গতকাল বৃহস্পতিবার বাদ আছর জান্নাতুল মাওলা জামে মসজিদ ও কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামী রোববার বেলা ১১টায় জেলা জজ আদালতে অ্যাড. আব্দুল ওহাবের স্মরণে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা ও দাফন কাজে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহ. শামসুজ্জোহা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, শামীম রেজা ডালিম, রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. শফিউল কবির জিপু ও মাহমুদুল হক লিটনসহ আইনজীবী, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
অ্যাড. আব্দুল ওহাবের স্ত্রী নাজমাতুননেছা চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। আব্দুল ওহাব ১৯৩৯ সালে সদর উপজেলার পীরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলো এলাহী বকশ। তিনি ১৯৬১ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩৫ বছর মহকুমা ও জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় সহকারী হিসেবে কর্মরত অবস্থায় সরকারি কাজে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৬৫ সালে বিএ পাস এবং ১৯৮৮ সালে এলএলবি পাস করেন। ১৯৯৩ সালে বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট লাভ করেন এবং ১৯৯৭ সালে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা আব্দুর রশিদ আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল ওহাবের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন।