অল্পদিনে বেশী আখ মাড়াই হলেও চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না
দর্শনা অফিস: আখেরী হুইসেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো কেরুজ চিনিকলের ২০১৯-২০ আখ মাড়াই মরসুম। অবাক হলেও সত্য ৮২ বছরি বুড়ো মিলটি গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবার। কোনোপ্রকার যান্ত্রিক ত্রুটি ছাড়াই ৯০ মাড়াই দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বেধে দেয়া মাড়াই দিবসের থেকে কম সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশী পরিমাণ আখ মাড়াই করলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না। চিনি আহরণের হার একেবারেই নি¤œমুখি হওয়ায় চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা নেই কোনোভাবেই। গত বছরের ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সাদামাটা পরিবেশে ২০১৯-২০ আখ মাড়াই মরসুমের কার্যক্রম শুরু করা হয়। ওই মরসুমে ৭ হাজার ৩৭৫ একর জমির ৯৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৭ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পক্ষ থেকে। ৯৭ মাড়াই দিবসে চিনি আহরণের গড় হার বেধে দেয়া হয় ৭ দশমিক ৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪৪ মেট্রিকটন আখ মাড়াই করা হয়। যা লক্ষ্যমাত্রার তুলনায় সাড়ে ৮ হাজার মেট্রিকটন আখ বেশী মাড়াই করা হয়েছে। ৯৭ মাড়াই দিবসের স্থলে ৯০ মাড়াই দিবসেই শেষ হয়েছে আখ মাড়াই কার্যক্রম। নির্ধারিত মাড়াই দিবসের তুলনায় ৭ দিন আগেই আখ মাড়াই শেষ হওয়ার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি না হওয়া। চিনি আহরণের গড় হার সাড়ে ৭ শতাংশের স্থলে হয়েছে মাত্র ৫ দশমিক ১ শতাংশ। ফলে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারে কাছেই ঘেষছে না। এবার চিনি উৎপাদন হবে ৪ হাজার ৯৬৩ মেট্রিকটন। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারীর উপস্থিতিতে আখেরী হুইসেল বাজিয়ে ২০১৯-২০ আখ মাড়াই মরসুমের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) উত্তম কুমার কুন্ডু, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (কারখানা) আছাদুল কবির, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক খবির উদ্দিন প্রমুখ। এদিকে ২০১৯-২০ আখ রোপণ মরসুম গত বছরের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলে গতকাল বৃহস্পতিবার ছিলো শেষ দিন।