জীবননগর কেডিকে গ্রামে বাল্যবিয়ে নৈতিক ও আদর্শগত শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক সভায় জেলা প্রশাসক
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের কেডিকে ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির যৌথ উদ্যোগে বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিক ও আদর্শগত শিক্ষার প্রযোজনীয়তা শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান খাইরুল বাসার শিপলু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. মো. মোস্তফা।
প্রধান অতিথি নজরুল ইসলাম সরকার বলেন, বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদ আমাদের সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূল করা শুধু একা প্রশাসনের পক্ষে সম্ভব নয়, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এ সমাজ থেকে চিরতরে এ ব্যাধি সমূলে উৎপাটন করা সম্ভব। এ জন্য আপনাদের ছেলে-মেয়েদের নৈতিক ও আর্দশগত শিক্ষায় গড়ে তুলতে হবে। মনে রাখবেন, মদ খাওয়া আত্মহত্যা করার সমতুল্য, খনিকের জন্য সুখ পাওয়া গেলেও ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এ ব্যাধির কারণে দেশের উন্নয়ন আজ বাঁধাগ্রস্ত হচ্ছে। সকলের অংশগ্রহণে জনসচেতনতার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করতে পারলে দ্রুত সময়ের মধ্যে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব।
ইমাম, কাজি, ঘটক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সমাজ ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু সুইপার রেখে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, নিজে সচেতন হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দিন বদলের সনদে দেশকে বদলে দেয়া যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পরিবর্ত্তিত বিশ্ব ব্যবস্থায় আপনাকে বেরিয়ে আসতে হবে। সকলে ভালো থাকলে, আপনিও ভালো থাকবেন। তিনি আরও বলেন, বাল্যবিয়ে সর্ম্পকে হাইকোর্ট ইতোমধ্যে রুল দিয়েছে। কেন? জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হবে না, মর্মে জানতে চেয়ে রুল দিয়েছে। আপনারা উপজেলা পরিষদে সেবা নিতে গিয়ে কেউ যদি হয়রানির শিকার হোন, তা আমাকে জানাবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজামান যুদ্ধ প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সচিব মনিরুজামান, সদস্য দলুরুদ্দিন দুলাল, খাসিয়ার রহমান মিঠু, কায়দার রহমান, ইসরাইল হোসেন, আমেদুল হক, আশাদুল হক, দাউদ হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শওকত আলী, মহিবুল হক, সবদুল ইসলাম, ঝন্টুসহ জনপ্রতিনিধি, আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সেচ্ছাসেবী সংগঠন আরডিইও নিবার্হী পরিচালক আরফান কবির।