মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা জাসদের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলিকে সভাপতি ও অ্যাড. আকসিজুল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিউদ্দিন মোল্লা ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ চীন, রাশিয়া, আমেরিকা, পাকিস্তান ও ভারতপন্থী। একমাত্র জাসদ বাংলাদেশপন্থী। জাসদ এ দেশের শোষিত মানুষের পক্ষে কথা বলে, জাসদ ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, ক্যাসিনো, দলবাজি, জঙ্গিবাদি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে। এ সমীক্ষায় জানা যায় ব্যক্তিগত টাকার মালিকানায় বাংলাদেশ প্রথম। যে দেশের বেশির ভাগ মানুষ দারিদ্র্যতার মধ্যে বসবাস করেন, সেই দেশের কিছু মানুষ কিভাবে বিশ্বে ব্যক্তি গত টাকার মালিকানা হয়? এ প্রশ্নের উত্তর সবার জানা। কেউ ক্যাসিনোর গডফাদার, কেউ শেয়ার বাজার লুটকারী, কেউ ব্যাংক লুটকারী। দেশে জাসদ বলতে পারে তাদের দলে কোােন দুর্নীতিবাজ নেই। সরকারি দলের অনেক মন্ত্রি, এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। কিন্তু জাসদের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বর্তমানে স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন লেবাসে মাঠে নেমেছে। দেশের ও সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের সম্পর্কে সজাগ থাকতে হবে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ অতিথির রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন। চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলামের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি আবুল হোসেন ম-ল, গোলাম সরোয়ার, জাসদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার বিশ্বাস। শেষে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীকে সভাপতি এবং অ্যাড. আকসিজুল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা জাসদের কমিটি গঠন করা হয়।