স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী ও ২০২০ সালের ক্রীড়া, সংস্কৃতি ও কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম.ডি নিউরোলজি ডা. মো. আমির খসরু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দীন, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌস ও জজ আদালতের অ্যাড. সেলিম উদ্দীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী ইনামুল হক।