আলমডাঙ্গায় চীন থেকে ফেরা যুবককে নিয়ে করোনা আতঙ্ক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় চীন থেকে আসা এক যুবককে নিয়ে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। ওই যুবক গলার ব্যথা ও ঠা-াজনিত সমস্যায় ভুগছেন। তার শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে থাকতে পারে বলে পরিবারের লোকজন আশঙ্কা করছেন। আলমডাঙ্গার হারদী গ্রামের হারুন অর রশিদের ছেলে যুবক হিরন সম্প্রতি চীন থেকে আলমডাঙ্গায় ফিরেছেন।
জানা গেছে, হিরন গত ২ বছর ধরে চীনের প্রবাসী ছিলেন। গত ১ ফেব্রুয়ারি তিনি চীন থেকে দেশে ফেরেন। বাংলাদেশে ফেরার সময় চীন কর্তৃপক্ষ বিমান বন্দর থেকে স্ক্রিনিং করে পাঠায় হিরনকে। তবে বাংলাদেশে ফেরার সময় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তিনি আলমডাঙ্গায় ফেরেন। কয়েকদিন আগে হিরন ঠা-া জ্বরে আক্রান্ত হন এবং গলায় ব্যথা অনুভব করেন। ২১ ফেব্রুয়ারি তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী চিকিৎসা নিতে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন সাধারণ চিকিৎসা দেন। এ ব্যাপারে ডা. শিহাব উদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, ‘রোগীর লোকজন বা রোগী আমার কাছে চীন থেকে আসার বিষয়টি গোপন করেছেন। তাই আমি সাধারণ চিকিৎসা দিয়েছি। চীন থেকে আসার বিষয়টি জানলে আরও পরীক্ষা নিরীক্ষা দিতাম। হিরনের পিতা হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হিরনের টনসিলের সমস্যা আছে। তবে যেহেতু চীন থেকে এসেছে তাই করোনার বিষয়টিও আশঙ্কা করছি। হিরন আলাদা ঘরেই আছে। আগামীকাল (আজ রোববার) আলমডাঙ্গায় ডাক্তারের সাথে কথা বলে প্রয়োজনে ঢাকায় নেব তাকে। তবে চীন থেকে আসা হিরন অসুস্থ হওয়ার কারণে এলাকার অনেকের মধ্যেই এখন করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে।