ভোটগ্রহণ ২৯ মার্চ : দলীয় প্রতীক পাবেন চেয়ারম্যান প্রার্থীরা
৩
বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্তে গত রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিতপত্র হাতে পাওয়ার পর সোমবার চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী সময়সূচির প্রজ্ঞাপন জারী করেন। তারই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) ও রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস ওই দুটি ইউনিয়নে সাধারণ নির্বাচনের লক্ষ্যে নি¤œলিখিত সময়সূচি নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারী করেন। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) ও রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা ব্যুরো প্রধানকে জানান, এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তাতে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীকেই ভোট হবে। ইভিএম বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্তে কমিশন থেকে কোন সিদ্ধান্ত আসেনি। তবে দিলেও দিতে পারে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা করায় এলাকার ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইতোমধ্যেই দুটি ইউনিয়নেই সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দোড়-ঝাপ শুরু করেছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেউ কেউ বেশ আগেভাগেই শুরু করেছেন গণসংযোগ। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট, দোয়া ও সমর্থন।