চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামে মারামারি মামলার রায়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের আনোয়ার হোসেন ইংরেজ ও তার ছেলে সোহানুর রহমানকে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর মারধর করে মারাত্মকভাবে জখম করা মামলায় শংকরচন্দ্র গ্রামের মৃত জামাত আলীর ছেলে শফিকে দুই বছরের কারাদ- ও অন্যান্য আসামিদের অর্থদন্ড দেয়া হয়েছে। গত পরশু সোমবার চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ আদেশ দেন। আসামি শফিকে গত পরশু সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ১ সেপ্টেম্বর আনোয়ার হোসেন ইংরেজ তার পুকুরে মাছ ধরে বেলা সাড়ে ১১টায় বাজারে নিয়ে যাবার জন্য রওনা হলে রাস্তার মধ্যে শংকরচন্দ্র গ্রামের মৃত জামাত আলীর ছেলে শফিউদ্দিন, মাসুদ, ইমরান, সাজ্জেদ, রফিকুলের ছেলে তুহিন লোহার রড ও জিআই পাইপ দিয়ে মেরে রক্তাক্ত জখম করে ৭০হাজার টাকার মাছ ও পকেটে থাকা ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন ইংরেজ। সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ ও ডাক্তারি সার্টিফিকেট পর্যালোচনা করে গত পরশু সোমবার চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আসামি শফি উদ্দিনকে দুই বছরের কারাদ- এবং অন্য ৪ আসামিকে ১ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদ-ের আদেশ দেন।