চুয়াডাঙ্গা গোয়েন্দা ও দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী সফল অভিযান
দর্শনা অফিস: মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে এ জেলায় মাদকদ্রব্য শূন্যের কোটায় আনতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিরামহীন অভিযান চলছে। দর্শনায় গোয়েন্দা ও দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মাদককারবারি জসিম ও অন্তরকে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইব্রাহীম আলীর নেতৃত্বে এসআই মুহিত হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা দক্ষিণচাঁদপুর মাঝপাড়ায়। এসময় গ্রেফতার করা হয় ঈমান আলীর ছেলে ফরিদুল ইসলাম ওরফে অন্তরকে। এসময় অন্তরের অপর সঙ্গী রাজিব পালিয়ে যায়। গ্রেফতারকৃত অন্তরের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় মুহিত হাসান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় অন্তরসহ দক্ষিণচাঁদপুর মাঝপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম ও জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার টুকু মিস্ত্রীর ছেলে জসিমের বাড়িতে। পুলিশ জসিমের বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করে ২৫ পিস ইয়াবা। এসময় গ্রেফতার করা হয় মাদককারবারি জসিমকে। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে গতকালই জসিমের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।