স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ড. এআর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহা পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দেশের অন্যতম শিল্পপতি ড. এআর মালিক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ নূর ই আলম মোর্শেদা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শোয়রা আক্তার চৈতি ও তানভীর ফয়াসাল।