চুয়াডাঙ্গার খাড়াগোদার টিলন ১০পিচ ইয়াবা সহ গ্রেফতার

সরোজগঞ্জ প্রতিনিধি ঃ-চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে খাড়াগোদার টিলন কে ১০পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে ।তাহার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়েছে মামলা ।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সোমবার দুপুর ১২দিকে চুয়াডাঙ্গা সদরের সিন্দুরয়া ফাঁড়ি পুলিশের টু আইসি এএসআই হারন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খাড়াগোদা মাঝের পাড়া থেকে চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মসজিদ পাড়ার সারা উদ্দিনের ছেলে টিলন (২২) কে ১০পিচ ইয়াবা সহ সহ গ্রেফতার করা হয়।টিলনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় সিন্দরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুফল বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেছেন ।#