হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহে রাত্রীকালীন সুপার সিক্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। খেলায় হাসাদাহ ফোর ফ্রেন্ডস ফুটবল দল বনাম হাসাদাহ মর্নিং স্টার ফুটবল দল মুখোমুখি হয়। খেলায় ফোর ফ্রেন্ডস ফুটবল দল মর্নিং স্টার ফুটবল দলকে ১-০ পরাজিত করেন। খেলায় ফোর ফ্রেন্ডস ফুটবল দলের পক্ষে একমাত্র গোলটি করেন সবুজ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান, মাহবুব রশীদ বিশ্বাস, হাবিবুর রহমান লাবলু, খোরশেদ আলম, হাসাদাহ ইউপি সদস্য সোহেল রানা শ্যামল, আব্দুল মোতালেব, কবির আহমেদ ও শরিফুল ইসলাম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম। সহকারীর দায়িত্বে ছিলেন পায়েল আহম্মেদ কামাল ও সাদ্দাম হোসেন।