কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কেপিএল ক্রিকেট টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা মতি একাদশকে পরাজত করে কোমরপুর এক্সপোর্ট পয়েন্ট জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় কোমরপুর এক্সপোর্ট পয়েন্ট টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করে। জয়ের লক্ষ্যে পরে ব্যাট করতে নেমে কার্পাসডাঙ্গা মতি একাদশ ১৩ ওভারে ৮৪ রানে অলআউট হয়। ফলে ১৩ রানে কোমরপুর এক্সপোর্ট পয়েন্ট জয়ী হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমন। খেলা পরিচারনা করেন জহির রায়হান ও গোলাম রসুল। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সাবেক কার্পাসডাঙ্গা দলের অধিনায়ক আব্দুল মমিন।