কার্পাসডাঙ্গার আরামডাঙ্গায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গার আরামডাঙ্গায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আরামডাঙ্গা বটতলা প্রাঙ্গণে আরামডাঙ্গা প্রজন্ম ৭১ এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল মান্নান, আব্দুল মালেক, হেয়ার প্রসেসিং সভাপতি শহীদ বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী সভাপতি ইলিয়াস মালিতা, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, সম্পাদক মিঠু বিশ্বাস, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক রতন, ইকবাল রেজা, গোলাম, জিয়ারুল, লাল্টু, আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।