আলমডাঙ্গার ভালাইপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামে চুয়াডাঙ্গা শেখ মনি স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী ভালাইপুর গ্রামের মরহুম মুনছুর আলী বিশ্বাসের মাজার সংলগ্নে ২০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা শেখ মনি স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চুয়াডাঙ্গা শেখ মনি স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহসভাপতি হাজি আমির হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা শেখ মনি স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লালা, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আব্দুর রাজ্জাক, শিক্ষক রাশেদীন আমিন, জেলা কৃষকলীগের সহপ্রচার সম্পাদক জাকারিয়া আলম, আব্দুর ছাত্তার, মোস্তাফিজুর রহমান সুমন, জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ঝর্না খাতুন, কৃষকলীগ নেত্রী মৌসুমী খাতুন, ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি মিরোজ হোসেন বিশ্বাস, সহসভাপতি আব্বাস আলী প্রমুখ। সার্বিক খেলার ইভেন্টগুলো পরিচালনা করেন জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা।