আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী নান্দবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নান্দবারে গ্রামের পশ্চিমপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন গাংনী ইউপি সদস্য সেলিম রেজা সেন্টু। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম মামুন। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিনারুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম, খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুস সবুর বকুল, ময়নাল আলী, আব্দুর রহমান, জুয়েল হোসেন, কদর আলী, চাইন আলী, কাতব আলী, মোখলেসুর রহমান প্রমুখ। খেলায় রামনগর একাদশ নির্ধারিত সময়ে কেশবপুর একাদশকে ২-৪ গাদনে পরাজিত করে রামনগর একাদশ জয়ী হয়েছে।