কালীগঞ্জ প্রতনিধি:ি ঝনিাইদহরে কালীগঞ্জ উপজলোর কলজেপাড়া এলাকার বাক ও শারীরকি প্রতবিন্ধী এক শশিুকে (১৪) র্ধষণরে অভযিোগে সুমন হোসনে নামে এক যুবককে আটক করছেে পুলশি। গতকাল বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত সুমন হোসনে উপজলোর শ্রীরামপুর গ্রামরে মাহফুজুর রহমানরে ছলে।ে এ ঘটনায় ভকিটমিরে মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়রে করছেনে।
ভকিটমিরে মা অভযিোগে উল্লখে করছেনে, আমার ময়েে বাক ও শারীরকি প্রতবিন্ধী। সে মাঝে মাঝইে বাড়ি থকেে বরে হয়ে আবার ফরিে আসতো। গত মঙ্গলবার আমার ময়েে বকিলেে বাড়ি থকেে বরে হয়ে আর বাড়ি ফরিে আসনে।ি পরে রাত সাড়ে ১০টার দকিে কালীগঞ্জ শহীদ নূর আলী কলজেরে পছেনরে মাঠ থকেে উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা, মাহফুজুর রহমান ময়িা জানান, গত মঙ্গলবার বকিলে থকেে প্রতবিন্ধী ময়েটেকিে খুঁজে পাওয়া যাচ্ছলিো না। ময়েটেরি মা জানালে কালীগঞ্জ থানা পুলশি শহীদ নূর আলী কলজেরে পছেন থকেে উদ্ধার করি এবং সুমন নামে একজনকে আটক কর।ি এঘটনায় থানায় একটি মামলা হয়ছে।ে ময়েটেকিে ডাক্তারি পরীক্ষার জন্য ঝনিাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়ছে।ে