আলমডাঙ্গায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিতমাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্না, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, অগ্নিসেনা মঈন উদ্দিন, আবুল কাসেম, আব্দুল কুদ্দুস, নাজিম উদ্দিন, আলমডাঙ্গা থানার এসআই আশিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মাখছুরা জান্নাত, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপ-সহকারী মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, আনসার ভিডিপি অফিসার রওশন আরা, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, সমাজসেবক ফজলুল হক, ইদ্রিস আলী, আজিবার রহমান, ইউসুফ আলী, সহকারী শিক্ষা অফিসার আনারুল ইসলাম প্রমুখ।