স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা অনুযায়ী আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় যুবা টাইগারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যা রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এসনয় তিনি তার বক্তব্যে বলেন, মুজিববর্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ টিম বিজয় ছিনিয়ে এনেছে যা আমাদের জন্য অতি গর্বের ও সৌভাগ্যের। যুবা টাইগারদের এ বিজয় বাংলা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখবার মতো। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ পরিবার এ মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ টিমকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলার বাঘেরা আবারও প্রমাণ করেছে যে তারা কোনো অংশে পিছিয়ে নেয়।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ ইমরান, নাজমুল হোসেন হৃদয়, হিমু, সেবদুল, শিবলু, রাকিব, সুমন, এলাহী তৌফিক, আনিস, রাব্বি হাসান, মারুফ, একাব, শোভন, সানজিদ, তাজিব, অঙ্কন, রাইসুল, সুরুজ, স্বাধীন, সাব্বির, সবুজ, আরাফাত জয়, সোহান, সাইফুল, বাধন, সাকলাইন, রাব্বি, জুনায়েদ, রাফেজ, সাইফ, সোয়েব, ইশা, সাকিব, হিমেল, রকিবসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।