ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

 

ঝিনাইদহ প্রতিনিধি: শিক্ষার্থীদের স্থগিত ফলাফল প্রকাশ, রেজিস্ট্রেশন বিভাগে দক্ষ জনবল নিয়োগসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবন ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে গত শিক্ষাবর্ষ ও চলতি শিক্ষাবর্ষের ৮ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত হয়েছে। এতে চরম অনিশ্চয়তার মধ্যে আছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ নিয়ে বারবার প্রতিষ্ঠান প্রধানের কাছে বলা হলেও তিনি সমাধানের উদ্যোগ নেননি। যে কারণে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মহিবুল ইসলাম।