জগন্নাথপুর মাদরাসার শিক্ষার্থীদের যাওয়ার একমাত্র পথের কালভার্টটি মরণফাঁদে পরিণত

 

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর দাখিল বালিকা মাদরাসার ছাত্রীদের যাওয়ার একমাত্র পথের কালভার্টটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় বছর খানেক আগে এই সড়কের কালভার্টটি নির্মাণ করা হয়। ১ বছর যেতে না যেতেই কালভার্টটি ভেঙে পড়েছে। এতে পথচারিসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে স্থানীয় বোয়ালমারি গ্রামের ফকিরপাড়ার কলিম উদ্দিন বলেন, এই জায়গার রাস্তার নিচ দিয়ে আমার সেচ পাম্পের আন্ডারগ্রাউন্ড পাইপ ছিলো। পরে ইঞ্জিনিয়ার এসে সেটি তুলে কালভার্ট করেছেন। স্থানীয় পথচারিরা বলেন, কালভার্ট নির্মাণের সময় সিমেন্টের পরিমাণ খুব কম ছিলো। এরকম নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে কালভার্ট নিমাণ করার কারনে এখন ধসে পড়েছে।