আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখা গঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ফরজ আলীকে সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে ওই সমিতির কমিটি গঠণ করা হয়েছে। সমিতির সহ-সভাপতি যুব উন্নয়ন অফিসের সিরাজুল ইসলাম, কৃষি অফিসের আবু সাঈদ সিদ্দীক, উপজেলা প্রকৌশলী অফিসের জাফর ইকবাল, ভূমি অফিসের শ্রী সুজিত কুমার, প. প. অফিসের শফিউর রহমান, শিক্ষা অফিসের ইব্রাহিম, ভূমি অফিসের রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের আরমান আলী, আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের আমিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক গোকুলখালী ভূমি অফিসের ইসরাফিল আহম্মেদ, দফতর সম্পাদক মহিলা বিষয়ক অফিসের আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসের বিকাশ কুমার দত্ত, প্রচার সম্পাদক উপজেলা প্রকৌশলী অফিসের অশোক কুমার দত্ত, সহ প্রচার-সম্পাদক প্রাণিসম্পদ অফিসের আব্দুল আলীম, মহিলা সম্পাদক সমাজ সেবা অফিসের রুমা খাতুন, সহ-মহিলা সম্পাদক কৃষি অফিসের আলিয়া খাতুন। এছাড়াও সমবায় অফিসের জিয়াউর রহমান, হিসাবরক্ষণ অফিসের মেহেদী হাসান, খাদ্য নিয়ন্ত্রক অফিসের কেসমত আলী, মুন্সিগঞ্জ ভূমি অফিসের সজল, হারদী ভূমি অফিসের ফারুক, জনস্বাস্থ্য অফিসের মিজানুর রহমান, স্বাস্থ্য ও প.প. অফিসের হাসিবুল হক, পল্লী উন্নয়ন অফিসের তৌফিক সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। ইতোপূর্বে গত ২৭ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসের বিকাশ কুমার দত্তকে আহ্বায়ক করে আলমডাঙ্গা উপজেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক কমিটি পূর্ণ কমিটি গঠন করা হয়।