মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আকবর আলীকে (৪৫) রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করায় মানববন্ধন করেছে মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় মোনাখালী বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি শরিফউদ্দীন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি কামারুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, মিনারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান ডাবু, আওয়ামী লীগ নেতা কাদের মালিথা, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু নাইম ডালিম। মানববন্ধনে শেষে বক্তরা বলেন- অবিলম্বে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।