বাংলাদেশের জয়ে পাকিস্তানিদের ‘ঈদ মোবারক’

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। তবে ভারত বধের মিশনে পাকিস্তানের আনন্দটা একটি বেশিই প্রকাশ পেয়েছে। ক্রিকেট পাকিস্তানের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জয়কে ‘ঈদ মোবারক’ বলে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে যখন বাংলাদেশের যুবারা বিশ্বকাপ জয় করে আনন্দে ভাসছে ঠিক সেই সময়ই পাকিস্তানের বিপক্ষে টেস্টে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের জাতীয় দল। বাংলাদেশের বিপক্ষে জয়ের আনন্দের চেয়েও মনে হচ্ছে বাংলাদেশের কাছে ভারতের হারের আনন্দটা যেন পাকিস্তানের কাছে একটু বেশি। টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে গিয়ে এক পাকিস্তানি সাংবাদিক বলেন, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে সমর্থন করছে পুরো পাকিস্তানই। বিশ্বকাপটা এবার আপনাদেরই। বাংলাদেশ ও ভারতের খেলায় পাকিস্তান কার সমর্থন করবে তা চোখ বন্ধ করেই বলা যায়। কারণ সীমান্ত বৈরিতার প্রভাব দুই দেশের ক্রিকেটেও বিদ্যমান। যে কারণে ভারতকে হারিয়ে বাংলাদেশে যেমন উল্লাস বয়ে গেছে তেমনই সেই আনন্দে নিজেদেরও যুক্ত করেছে পাকিস্তানিরা।
অনুর্ধ্ব-১৯ বিশ^কাপে চ্যাম্পিয়ন হওয়ায় কালীগঞ্জে আনন্দ মিছিল
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অনুর্ধ্ব-১৯ বিশ^কাপে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ^ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, কালীগঞ্জ আঞ্চলিন ভাষা গ্রুপের ক্রিয়েটর এডমিন সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক মিশন হোসেন, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা এএসএম আল মাসুম, কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা ইবনে মাসুদসহ কালীগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ভারতকে হারিয়ে বিশ^ চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে বিভিন্ন সেøাগানে অভিনন্দন জানানো হয়।