আধুনিক হচ্ছে ৯৯৯
স্টাফ রিপোর্টার: সরকার জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে, যা বাস্তবায়ন হলে সেবাদানকারী প্রতিষ্ঠান আরও দ্রুত ও নিখুঁতভাবে সেবাগ্রহীতার কাছে পৌঁছে যেতে পারবে। এর অংশ হিসেবে হটলাইনের ব্যবস্থাপনায় জিআইস, সার্ভেইল্যান্স ক্যামেরা, এমনকি আইওটির (ইন্টারনেট অব থিংস) মত আধুনিকমত প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে সোমবার জাতীয় সংসদে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৭ সালের ১২ ডিসেম্বর ৯৯৯ চালু হওয়ার পর থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত ৩৩ লাখ ৩২ হাজার ৪৪টি কলের সেবা দেয়া হয়েছে। এই সেবা আরও নিখুঁত করতে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে সারাদেশের জিআইএস মানচিত্র ধরে একটি সফটওয়্যার তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে। ততে ঘটনাস্থল বা সেবাগ্রহীতার অবস্থান আরও দ্রুত নির্ণয় করা সম্ভব হবে। “অপরাধ মানচিত্রের বিশেষ একটি ফিচার থাকবে এই সিস্টেমে, যার মাধ্যমে যে কোনো এলাকার অপরাধ প্রবণতা ও ধরণ অনুযায়ী পুলিশ প্রস্তুতি নিতে পারবে। “সেবাপ্রদানকারী সকল যানবাহন জিআইএস প্রযুক্তির আওতায় চলে এলে রেসপন্স টিমের অবস্থান সরাসরি সনাক্ত করা যাবে, বিপদগ্রস্ত ব্যক্তির অবস্থান সনাক্ত করে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।”
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার প্রিটুরিয়া শহরে এ হত্যাকা- ঘটেছে। নিহত মো. নুরুল হুদা ছুট্টু (২৮) ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আবুল কালামের ছেলে। আবুল কালাম পেশায় দলিল লেখক। দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান বলেন, মৃত্যুর খবর পেয়ে হারুনের বাড়িতে গিয়ে তার স্বজনের সান্ত¡না দেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার ফোনে পরিবারকে এ হত্যাকা-ের ঘটনা জানান বলে তাদের ফুফাত ভাই শাহাদাত হোসেন বলেন। ২০১০ সালের ডিসেম্বর মাসে নূরুল হুদা ছুট্টু জীবিকার তাগিদে ভিটে-মাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে প্রিটুরিয়া শহরে নূরুল নিজেই ব্যবসা শুরু করেন বলে জানান শাহাদাত। গত শনিবার মধ্যরাতে আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে লুটপাট শুরু করে। তাদের বাধা দিলে সন্ত্রাসীরা নুরুলের দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। গত ১৩ জানুয়ারি এই ইউনিয়নের ঢেউলিয়া গ্রামের আবদুল করিম হারুন (২৮) নামে অপর যুবক দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।