দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিকসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) নাজমুল হুদা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুর, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম, নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আছির উদ্দীন, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, মুন্সিপুর বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার একরামুল হক, ঠাকুরপুর ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন, দর্শনা বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জহির উদ্দীন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ে ১০ সদস্য বিশিষ্ট মাদকবিরোধী স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।