আলমডাঙ্গার আসমানখালী বাজারে বিকাশ প্রতারক
আসমানখালী প্রতিনিধি: মোবাইলফোনে খাতির জমিয়ে বিকাশে ৭৫ হাজার টাকা জমা দেয়ার লোভ দেখিয়ে প্রবাসীর এক স্ত্রীর নিকট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। ঘটনাটি নিয়ে গতকাল আসমনাখালী বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গোরস্তানপাড়ার প্রবাসী জাকিরুল ইসলামের স্ত্রী গোলাপী প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি মিসকল দিয়ে জনৈক ব্যক্তি নিজেকে বিকাশের বড় অফিসার বলে পরিচয় দেয়। কথা বলে। এরই এক পর্যায়ে সোমবার ওই ব্যক্তি মোবাইলফোনে বলে- আপনার বিকাশ একাউন্ট নম্বরে ৭৫ হাজার টাকা দেয়া হবে। এ জন্য আপনার বিকাশের পিন নম্বরটা দরকার। ওই নম্বর দেয়ার পর বিকাশ হ্যাক করে। তখনই বুঝি ওই ব্যক্তি প্রতারক। দ্রুত আসমানখালী বাজারে বিকাশের দোকানে পৌঁছে বিষয়টি জানাই। লোকজন ভিড় জমায়। বাজারের মিজানুর ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান সহযোগিতার হাত বাড়ান। তবে প্রতারকের হদিস করা যায়নি।