স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিদ্যুত সরবরাহ লাইনের বেহাল দশা মাঝে মাঝেই ফুটে উঠছে। বড় ধরনের প্রাণহানীর ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক তারে আগুন লেগে মাঝে মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে। গতরাতেও ঘটেছে বৈদ্যুতিক তারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। টহল পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়ায় বড়ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
জানা গেছে, গতরাত আনুমানিক ১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম বিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে টহলে ছিলেন। শহরের থানা কাউন্সিলপাড়ার দিকে টহলে গিয়ে দেখতে পান বিদ্যুত সরবরাহের মেইন লাইনে আগুন জ্বলছে। তার ছিড়ে পড়েছে। ওদিকে কেউ গেলে নিশ্চিত মৃত্যু হতে পারে। অবস্থা দেখে দ্রুত তিনি ফায়ার স্টেশনে খবর দেন। বিদ্যুত অফিসেও পৌছুয় খবর। ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিদ্যুত বিভাগের সদস্যরা বৈদ্যুতিক তারের ত্রুটি মেরামতের উদ্যোগ নেন। গরাতে বৈদ্যুতিক তারে আগুনের দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেন, মাঝে মাঝেই তো চুয়াডাঙ্গায় এরকম ঘটনা ঘটছে। এর আগে শেখপাড়ায়ও ঘটে অভিন্ন ঘটনা।