শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার তাগিদ

চুয়াডাঙ্গার প্রদীপন বিদ্যাপীঠের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দিনভর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩টায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. কাউছার আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি আমজাদুল ইসলাম চঞ্চল, কমিটির সদস্য শাহজাহান খান, রুমানা আক্তার, মো. রিপন আলী, আতিউর রহমান বিপ্লব। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ম-লী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রদীপন বিদ্যাপীঠ চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা শুধু লেখাপড়া নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়েও অনেক এগিয়ে রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আজকের সোনামণিরাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সুন্দরভাবে লালনপালন করতে হবে। তাদের মধ্যে স্বপ্ন জাগিয়ে তুলতে হবে। এসব শিশু শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই আমরা সফল হবো। এ জন্য অভিভাবকদেরও বেশি বেশি সচেতন হয়ে এগিয়ে নিতে হবে তাদের। বিদ্যালয়ের এ আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের অধ্যক্ষ মো. কাউছার আহমেদ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।