দর্শনায় উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সাথে মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতিসভায় এমপি টগর
দর্শনা অফিস: মুজিব শতবর্ষ পূর্তি উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মুজিববর্ষ পূর্তির লক্ষ্যে দামুড়হুদা উপজেলা আ.লীগের মতবিনিময় ও প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, নিপীরিত, নির্যাতিত, অবহেলিত ও বৈষম্যের শিকার বাঙালি জাতির মুক্তিদাতা, বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান ব্যক্তির জন্ম হয়েছিলো বলেই জন্ম হয়েছিলো বাংলাদেশের। পৃথিবীর মানচিত্রে স্থান করেছিলো আজকের বাংলাদেশ। তিনি স্বপ্ন দেখেছিলেন, নিরক্ষর, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশের। তারই রেখে যাওয়া অপূর্ণ স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ পূরণ হবে। গোটা দেশ শতবর্ষ পূর্তি উদযাপনে প্রস্তুতি নিচ্ছে। চলছে দিনক্ষণ গণনা। দামুড়হুদা তথা দর্শনাসহ আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালনে সকলকে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে আন্তরিকতার সাথে। দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আতিয়ার রহমান হাবু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল আলম, হাজি শহিদুল ইসলাম, ইউপি সোহরাব হোসেন, আব্দুল আজিজ, খলিলুর রহমান ভুট্টো, আ.লীগ নেতা রফিকুল আলম রান্টু, হাজি সহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম, জাফর আলী, বিল্লাল হোসেন, বরকত আলী, মুন্তাজ আলী, তমছের আলী, সোলাইমান কবির, ফয়সাল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, অপু সরকার প্রমুখ।