স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পলাশপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনভার এ প্রতিযোগিতা স্থানীয় জাবেরের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ক্লাসিক একাদশ স্পোর্টিং ক্লাব। দিনভর বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিকেলে যেমন খুশি তেমন সাজো আয়োজনের পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয় আনুষ্ঠানিকভাবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাসিক একাদশ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রফিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দৈনিক মাথাভাঙ্গার সার্কুলেশন ম্যানেজার রানা মাসুদসহ আলি কদর জোয়ার্দ্দার, মো. নকিব, ফরজুন আলী, টগর, রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। ১৮জন তরুণের সার্বিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন আব্দুস সালাম।