স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে লিপু ও নাঈম জুটিক ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নিশান ও কাজল জুটি। গতকাল শুক্রবার রাত ১০টায় চুয়াডাঙ্গা নিউমার্কেট চত্বর ব্যাডমিন্টন গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। প্রবীণ ব্যবসায়ী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, ব্যবসায়ী নেতা আলহাজ জাহিদুর রহমান সাবু, আনোয়ার হোসেন আনু ও আব্দুল আজিজ। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সকল কর্মকর্তা ও সাধারণ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থায় ছিলেন রাসেল ও জুয়েল।