মেহেরপুর অফিস: ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত’ এ ¯েøাগানে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৩২তম বার্ষিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির অফিস চত্বরে এ সভার আয়োজন করা হয়। সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাকিলা খন্দকার, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, মেহেরপুর সমিতির সচিব জেনারুল ইসলাম, পরিচালক রাকিবুল ইসলামসহ সকল এলাকা পরিচালক প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাহকের মাঝে সময় মতো বিল পরিশোধ করায় পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে সমিতির ৩টি এলাকার পরিচালকের শূন্য পদের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। বার্ষিক সদস্যসভা শেষে এলাকা পরিচালকদের অংশগ্রহণমূলক নিবার্চনের মাধ্যমে আগামী এক বছরের জন্য সমিতি পরিচালনা বোর্ডের নতুন সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, সহসভাপতি ডা. রাকিবুল ইসলাম কাজল, সচিব তুষার আহমেদ, ফয়জুল্লাহ হক কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন।