পরিমাপে কম দেয়ায় এক তেলের দোকানির জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারের মেসার্স তরফদার অটোমোবাইল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিমাপে কম দেয়ায় এ অর্থদÐাদেশ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় মেসার্স তরফদার অটোমোবাইলে ডিজেল পরিমাপের সময় দেখা যায় প্রতি ১০ লিটারে তারা ৭০ মিলিলিটার করে কম দিচ্ছেন। ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারা পরিপন্থী হওয়ায় ৪৬ ধারায় প্রতিষ্ঠানের মালিক শাহ রিয়াজকে ৫ হাজার টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। পরে অর্থদÐের টাকা পরিশোধ করেন শাহ রিয়াজ। এসময় প্রতিষ্ঠান মালিকসহ আশপাশের ব্যবসায়ীদের ওজন ও পরিমাপের বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন বিএসটিআই খুলনার পরিদর্শক (মেট্রোলজি) মঈন উদ্দিন।