জীবননগর ব্যুরো: জীবননগর পেয়ারতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ল²ীপুর মিলপাড়ায় অবস্থিত উৎসব ফিলিং স্টেশনের নিকট থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ উপজেলা শহরের ইসলামপুরের আমিনুর রহমানকে আটক করা হয়।
জানা যায়, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম জানতে পারে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পেয়ারতলা মিলপাড়ায় মাদক নিয়ে অপেক্ষা করছে একজন মাদক ব্যবসায়ী। এসময় র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরের উৎসব ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান। এসময় আটক করা হয় জীবননগর শহরতলীর ইসলামপুরের রেনু মিয়ার ছেলে আমিনুর রহমানকে। একই সাথে উদ্ধার করা হয় ২০২ বোতল ফেনসিডিল। আটককৃত আমিনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।