স্টাফ রিপোর্টার: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা এর ইংরেজি বিভাগের উদ্যোগে ৪র্থ বারের মত আন্তঃসেমিষ্টার ক্রিকেট টুর্নামেন্ট ‘ইংলিশ প্রিমিয়ার লিগ’ এর আয়োজন করা হয়। মাসব্যাপী চলা এ টুর্নামেন্টের ফাইনালে ইএলএল স্টারকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ইংলিশ ওয়ারিওর। টুর্নামেন্ট এর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংরেজি বিভাগের ২য়বর্ষের ছাত্র বিলাশ শাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ানদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন এর প্রফেসর ড. মো. শাহজাহান কবির, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা, রাজীব হাসনাত শাকিল, এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগেরে বিভাগীয় প্রধান মো. ওবায়ইদুল্লাহসহ বিভিন্ন বিভাগেরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।