স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বেলগাছির সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তায় খানাখন্দের কারণে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আলমডাঙ্গার হাউসপুর হয়ে বেলহাছি, খেজুরতলা, ভেদামারী, ঘোলদাড়ি, জাহাপুর ও খাসকররার প্রধান সড়কের প্রায় ৭ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গেছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এই সড়কে চলাচলকারীরা দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে। অভিযোগকারীরা জানান ভেদামারী, বেলগাছি, খেজুরতলাসহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ আলমডাঙ্গা যাওয়া-আসায় ঝক্কির মধ্যে পড়ছে। বেলগাছি গ্রামের ডাক্তার আল ইমরান বলেন আমরা রাস্তায় চরম ভোগান্তির শিকার হচ্ছি। আমাদের ডেলিভারি রোগী নিয়ে যাওয়ার পথে ভাঙা রাস্তার কারণে সমস্যায় পড়ছি। বেলগাছি গ্রামের আব্দুস সিদ্দিক বলেন এই রাস্তায় আমরা ভ্যানে বা আলমসাধুযোগে মালামাল নিয়ে যেতে পারছি না। প্রায় যানবাহন খাদে উল্টে পড়ে। খেজুরতলা গ্রামের মতিয়ার রহমান বলেন আলমডাঙ্গা যাওয়ার কথা ভাবতে কেমন লাগে। আলমসাধুতে একদিন গেলে বুকে ব্যথা থাকে ৭ দিন। ভেদামারী গ্রামের আলফাজ বলেন আলমডাঙ্গা থেকে একবস্তা সার আনতে আগে লাগতো ১০ টাকা, এখন ভাড়া লাগে ৩০ টাকা। আবার রাস্তা ভাঙার কারণে আমরা মুন্সিগঞ্জ ঘোলদাড়ি হয়ে ঘুরে আসতে হয়। এলাকাবাসী দাবি জানিয়ে বলেছে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রæত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।