আলমডাঙ্গার পাঁচকমলাপুরে কেপিএল ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

 

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচকমলাপুরে কেপিএল ক্রিকেট ফাইনাল খেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বাবুল আক্তার। প্রধান অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি  ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মÐল। খেলায় পাঁচকমলাপুর টাইগার ক্লাব একাদশ ও চ্যালেঞ্জার ক্লাব একাদশ মুখোমুখি হয়। টসে জিতে টাইগার ক্লাব একাদশ ব্যাট করতে নেমে ১৭০ রান করে। জবাবে চ্যালেঞ্জার ক্লাব একাদশ ১৪০ রানে অলআউট হয়ে যায়। ৪০ রানের ব্যবধানে টাইগার ক্লাব একাদশ জয়লাভ করেছে। খেলায় আম্পায়ার ছিলেন আব্দুর রহিম ও রাকিবুল ইসলাম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিপুল হোসেন। বিজয়ী দলকে বয় ট্রফি নগদ অর্থ এবং রানারআপ দলকে ছোট টফি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন খাদিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ রানা সেলিম, আশরাফুল হক তুষার, আল-আমিন হোসেন, মোস্তাক আলী আপনি, ও জাল হোসেন, আব্দুল কাদের, সোনা হোসেন, মিকাইল হোসেন, পারভেজ আলী, শাওন হোসেন, আজিম হোসেন, টগর মাহমুদ, আবুল কালাম আজাদ, সজল আহমেদ, ডন, সাজ্জাতুল হোসেন, বকুল হোসেন, শাহাজান আলী প্রমুখ। ধারাভাষ্য ছিলেন আল আমিন হোসেন ও বিপুল হোসেন।