অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জাতীয় দলে দেখতে চান নির্বাচক

 

স্টাফ রিপোর্টার: বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গতকালও নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব দল চমৎকার খেলা খেলে চূড়ান্তপর্বে উত্তীর্ণ হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সচল পাইপলাইন। জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার আসে বয়স ভিত্তিক ক্রিকেটের গÐি পেরিয়ে। প্রায় প্রতিটি বয়স ভিত্তিক দল থেকেই কেউ না কেউ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করছে। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা এখন বাংলাদেশ দলের বড় তারকা। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন আফিফ হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ নাঈম, আমিনুল ইসলাম ও সাইফ হাসানরা। ২০১৬ সালের দল থেকে আসা মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন অন্যতম। মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকাররাও এসেছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট খেলে। বয়সভিত্তিক ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছেন ৯ অধিনায়ককে।

এবারের অনূর্ধ্ব-১৯ দলটিও হতাশ করেনি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে এ যুবারা। এদের মধ্যেই ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটার দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন। মিরপুরের বিসিবি কার্যালয়ে তিনি বলছিলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল, আমাদের বয়স ভিত্তিক দল কিন্তু জাতীয় দলের জন্যই তৈরি করা। আর এই প্রেক্ষিতেই খেলোয়াড়দের বাছাই করা। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল ভালো খেলছে। আমরা চাই এখান থেকে ৮-৯জন খেলোয়াড় যেন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।’