দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের অভিযোগের সূত্র ধরে গতকাল বুধবার বেলা ১২ টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুরস্থ আরাম ইটভাটা এবং বড় দুধপাতিলাস্থ দোয়েল ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন ইটভাটা দুটির লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরস্থ মেসার্স আরাম ব্রিক্স ও বড় দুধপাতিলাস্থ মেসার্স দোয়েল বিক্সে লাইসেন্স ছাড়াই ইট প্রস্তুত করা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার পরিদর্শক কমল কুমার বর্মনকে সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন ওই দুটি ইটভাটা পরিদর্শনে যান। এ সময় লাইসেন্স ছাড়াই ইট প্রস্তুত করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন সংশোধনী ২০১৯ এর ৪ (১৪) ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুরস্থ আরাম ইটভাটা মালিক আকতারুজ্জামানকে ১ লাখ ২০ হাজার এবং বড় দুধপাতিলাস্থ দোয়েল ইটভাটা মালিক আশরাফুল আলম ঠান্ডুকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও অফিস সহায়ক রফিকুল ইসলাম।