দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা দর্শনা প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনায় শোভাযাত্রা, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, যুগান্তর পত্রিকা ২১ বছরে পা রেখেছে এখন সে টগবোগে যুবক। যুবক বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার। দেশে অনিয়ম, দুনীতি ও সফলতা সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে যুগান্তর। সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরেন তারা। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশিদারিত্ব হিসেবে যুগান্তর কাজ করবে আশা রাখি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার দামুড়হুদা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরু বাউল। অনুষ্ঠানে সূচনা বক্তব্য বাখেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ইকরামুল হক পিপুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিইদ্দিন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী মহাব্যাবস্থাপক বিক্রয় মো. শেখ শাহাবুদ্দিন, গণ-উন্নয়ন গ্রন্থগারের পরিচালক কবি আবু সুফিয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হানিফ ম-ল। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা স্বজনের যুগ্মআহ্বায়ক সদমান সাদী সাকিবসহ সাংবাদিক ও এলাকার সূধিজন উপস্থিত ছিলেন।