জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দরদ্রি ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার লোকমোর্চার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন কাশিপুর ভৈরব বাগান সমৃদ্ধি কেন্দ্রে কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক রফিউল আলীম, খালেকুজ্জামান, শহিদুল হক, ইয়ামিন হোসেন, আব্দুর রব, নজরুল ইসলাম, আব্দুর রশিদ আলিশ, ইউপি সদস্য শিরিনা আক্তার, জোৎনা খাতুন, কোহিনুর বেগম, আনিসুজ্জামানম আনারুল ইসলাম বাবু ও জহির উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী আব্দুল আলীম সজল ও মাহমুদুর রহমান আকাশ।