স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের অন্যতম দুর্ভোগের নাম শহীদ আবুল কাশেম সড়কের রেল লেবেলক্রসিং। এ দুর্ভোগ লাঘবে লেবেলক্রসিঙের ওপর ওড়াল সড়ক বা ওভার ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নিকট পত্র দিয়ে মাপজোকসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কটির নাম শহীদ আবুল কাশেম সড়ক। এ সড়কটির এক প্রান্তে রয়েছে রেল লেবেলক্রসিং। যা স্বাভাবিক গতিই শুধু ব্যাহত করে না। দীর্ঘ সময় গেট ফেলে রাখার কারণে ভয়াবহ দুর্ভোগের শিকার হতে হয় পথচারীসহ সড়কে চলাচল করা যাববহনের। পৌরসভার উদ্যোগে আন্ডারপাস করা হলেও তা শুধুমাত্র মোটরসাইকেল ও অটো রিকশা ছাড়া কিছুই চলাচল করতে পারে না। তাও আবার মাঝে মাঝেই জানজোটসহ কাদা মাটিতে চলাচলের অযোগ্য হয়ে থাকে। ফলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বিশেষ উদ্যোগে জেলা প্রশাসকের বাড়তি তদারকিতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত ওভার ব্রিজ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। ফলে মাপজোকসহ প্রয়োজনীয় কর্মকা- যতো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে ততো শিগগিরই শুরু হবে ওভার ব্রিজ নির্মাণ। চুয়াডাঙ্গাবাসী এখন ওই নির্মাণের অপেক্ষায়। ওভার ব্রিজটি সড়কের দক্ষিণ দিকে নির্মাণের নকশা প্রণয়নের বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা লেবেলক্রসিঙে ওভার ব্রিজ নির্মাণের প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।