স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের তহবিল সমৃদ্ধিকরণসহ সাংগঠনিক কর্মকা-কে গতিশিল করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টাকে উৎসাহিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সার্বিক সহযোগিতার পাশাপাশি অর্থিক সহযোগিতারও হাত বাড়িয়েছেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুও বাড়িয়েছেন সহযোগিতার হাত।
কেরুজ সুগার সেস তহবিলের ৩০ হাজার টাকার চেক জেলা প্রশাসক গত মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এসময় তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যবৃন্দের সার্বিক কল্যাণ কামনা করে বলেন, ‘সাংবাদিকতার মানবৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গ্রন্থাগার হোক অনুকরণীয় দৃষ্টান্ত। যদিও এ ক্লাবের বিশাল কর্মকা-ের মাঝে এই অর্থ খুবই সামান্য, তবুও কিছু একটা করতে পেরে ভালো লাগছে। আগামীতে সন্তোষজনক কিছু করার চেষ্টা থাকবে।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণের সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সহ-সভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দফতর সম্পাদক আলমগীর কবির শিপলুসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া একইদিন বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আকস্মিক উপস্থিত হন চুয়াডাঙ্গা পৌরমেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি প্রেসক্লাবের তহবিলে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘ক্লাবের গত সাধারণসভায় সকলকে আপ্যায়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে টাকাটা বরাদ্দ রেখেছিলাম। মাঝে দেশের বাইরে যেতে হয়েছিলো। সে কারণে টাকাটা বিলম্বে পৌঁছুতে হলো। তাছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাথে সবসময় ছিলাম। এখনও আছি আগামীতেও থাকবো। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকা- হচ্ছে দেখে খুবই ভালো লাগছে।’ এ সময় ক্লাবে উপস্থিত ছিলেন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, দফতর সম্পাদকসহ অনেকে।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সীমানা পাঁচিলসহ উন্নয়নমূলক বিভিন্ন কাজ চলছে। এ কাজে দুগাড়ি ইট দিয়ে উন্নয়নমূলক কাজের সাথে একত্মতা ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব। সম্প্রতি তিনি প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজ সরেজমিন দেখতে গিয়ে এ সহযোগিতার হাত বাড়িয়ে কর্মকা-কে উৎসাহিত করেন। বলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নে আমরা সবসময়ই পাশে আছি।