কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘ইসির অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করাটা কোনো মতেই যুক্তিযুক্ত হতে পারে না। যিনি বা যারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন এটা দেশবাসী মনে করেন তার অযোগ্যতা অদক্ষতাই প্রমান করে। সেক্ষেত্রে যদি কেউ মনে করেন এই কাজ করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন; তার সেই যোগ্যতা নেই; সেই পথও তার জন্য খোলা আছে, ইচ্ছে করলে তিনি অবসরে যেতে পারেন।’ গতকাল বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, ‘বিএনপির বিক্ষোভ আন্দোলন বিএনপিই ভালো জানে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, জনগণও এটা নিয়ে ভাবছে না। বিএনপি গত জাতীয় নির্বাচনের পর হরতাল ডেকেছিলো। জনগণ ভোটের দিক থেকে যেমন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, আন্দোলনের দিক থেকেও প্রত্যাখ্যান করেছে। এই দলটার বিভিন্ন অপকর্মের কারণে জনগণ ধীকৃত। এদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ভাবার কোনো প্রশ্নই ওঠে না; জনগণও ভাবে না।’ এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুসতানজীদ, মেডিকেল কলেজের ডাক্তার, শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।