ডিঙ্গেদহ প্রতিনিধি: অনিয়মতান্ত্রিকভাবে চুয়াডাঙ্গা সদরের নফরকান্দি ও মানিকদিহির নিচে নবগঙ্গা নদীতে বালি উত্তোলনের ফলে পার্শ্ববর্তী জমির ভাঙন রোধ ও ভেঙে যাওয়া জমির ক্ষতি পূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ বাজারে নফরকান্দি ও মানিকদিহি গ্রামের জমির মালিকেরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ডিঙ্গেদহ বাজারের বিশিষ্ট সমাজসেবক ও জমির মালিক ডা. আব্দুল বারি, আওয়ামী লীগ নেতা বায়েজিদ, শঙ্ককরচন্দ্র ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ। বক্তাগণ বলেন চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের পুটেল, গাজী, ইলা, সোহাগ, শাহাবুদ্দিন প্রায় ৩ মাস ধরে নফরকান্দি ও মানিকদিহি গ্রামের নিচে নবগঙ্গা নদীতে একই স্থানে বালি উত্তোলন করে মানিকদিহি বিসিক শিল্পনগরী ভরাটের কাজ শুরু করেন। একই স্থানে বালি তোলার কারণে আশে পাশের জমি ও পুকুর ভেঙে পড়ে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত ১০দিন আগে এলাকাবাসীর পক্ষে বালি উত্তোলন বন্ধের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট দরখাস্ত প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক বালি উত্তোলন বন্ধ করে দেয়। এ অবস্থায় ভাঙনকৃত জমির ক্ষতি পূরণ ও পুনরায় বালি উত্তোলন করতে না পারে; সেজন্য জমির মালিকগণ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।