চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে পরিচ্ছন্ন অভিযান ও আলোচনাসভা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে পরিচ্ছন্ন অভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টায় চুয়াডাঙ্গা জেলা সমাজ সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম লোকজন নিয়ে এ অভিযান চালান। এ সময় তিনি হাতে ঝাড়– নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক নিজ হাতে পরিষ্কার করেন। পরিষ্কার শেষে বাজার মোড়ে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন গরীব রুহানী মাসুম। সমাজসেবক আজম আলী মৃধার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী হাসিবুল হাসান, জহুরুল ইসলাম, বিপুল হোসেন, পলাশ, তৌফিক, সাংবাদিক সেলিম রেজা প্রমুখ।