চুয়াডাঙ্গার তালতলা স্কুলপাড়ায় স্লাম টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন

dav

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ায় স্লাম টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল দুপুর দেড়টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এ কাজের উদ্বোধন করেন। এ সময় মেয়র তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এ টয়লেট আপনাদের আপনারাই ব্যবহার করবেন, নির্মাণ কাজ বুঝে নেয়ার দায়িত্বও আপনাদের। এজন্য যাতে কাজের মান ভালো হয়; সে জন্য পাথর বালি ও সিমেন্ট ঠিকমতো দেয়া হচ্ছে কি-না দেখবেন। এ পর্যায়ে আপনাদের সøামে ২২টি সিঙ্গেল ইউনিট টয়লেট নির্মাণ করা হবে। ভবিষ্যতে আরও নতুন নতুন প্রকল্পের মাধ্যমে পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে কারণ এ সরকারের উন্নয়নের ধারা চলমান আছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর খান, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিানয়ার নুরুল্লাহ আল সাদরি, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, নাসরিন সুলতানা সীমা, প্রকল্পের কমিউনিটি ফিল্ড ওয়ার্কার আইনাল হোসেন, তালতলা স্কুলপাড়া সøাম কমিটির সভাপতি রুপালী বেগম, সহসভাপতি নেহারুন বেগমসহ এসআইসি কমিটির সকল সদস্যসহ রাশিদা, ময়না, হাসিনা, রহিমা, নিছারন, নাছিমা, স্থানীয় মুরুব্বি শুকুর আলী মুন্সি, মো. মঙ্গল আলী, অন্তু, লিখন, জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন শুকুর আলী মুন্সি।