মার্চে পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলংকা দুই দফায় পাকিস্তান সফর করে গেছে। কয়েক দফা আলোচনা করে বাংলাদেশকে পাকিস্তানে সিরিজ খেলানোয় রাজি করিয়েছে তারা। এক দফা সফর করে এসেছে বাংলাদেশ। ফেব্রুয়ারির শুরুতে আরও একদফা পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এবার পাকিস্তানে সফরে যাওয়ার চিন্তা করছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-২০ খেলতে মার্চের শেষে পাকিস্তান যেতে পারে তারা। আর পাকিস্তান সফরের বিষয়টি মাথায় রেখে একটি নিরাপত্তা বিশ্লেষক দলও পাকিস্তানে পাঠানোর চিন্তা করছে তারা। আগামী মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সফর শেষ করে সংক্ষিপ্ত সফরে দক্ষিণ আফ্রিকা  পাকিস্তান সফরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালের পরে পাকিস্তানে সিরিজ খেলেনি। তবে পাকিস্তানের সিরিজ নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আবর আমিরাতে খেলেছে তারা। ২০১০ এবং ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে প্রোটিয়ারা। এফটিপি অনুযায়ী, ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার দুটি টেস্ট এবং তিনটি টি-২০ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে। কিন্তু তারা শুরুতে কেবল টি-২০ খেলতে পাকিস্তানে যেতে চায়। এই সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ সামনে রেখে তাকে আবার দলে ফেরানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকো ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের নতুন বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ, কোচ মার্ক বাউচার এবং অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস তাকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহী এবং আশাবাদী।